images

লাইফস্টাইল

ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৫ এএম

প্রেমের সপ্তাহ চলছে। দিন দুয়েক পরই ভালোবাসা দিবস। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর স্পেশাল প্ল্যান করেছেন। অথচ চোখের নিচে তাকাতেই মন খারাপ হয়ে গেল। হবে নাই বা কেন। বিরক্তিকর ডার্ক সার্কেল সেখানে রাজত্ব করছে। 

আসলে নিজের প্রতি যত্ন না দেওয়ার প্রতিফলন পড়ে চোখের নিচে। নানা কারণে এই সমস্যা হতে পারে। যার মধ্যে অন্যতম ঘুম কম হওয়া। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা, হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া, মানসিক অবসাদ, সঠিক সময়ে খাওয়াদাওয়া না করা ইত্যাদিও এর জন্য দায়ী। 

eye

চাইলে কিন্তু দুই দিনের মধ্যে এই দাগছোপ দূর করে ফেলতে পারেন। এর জন্য কেবল ভরসা রাখতে হবে কয়েকটি ঘরোয়া টোটকায়। চলুন বিস্তারিত জেনে নিই- 

নারিকেল তেল ও হলুদের প্যাক

রূপচর্চায় এই দুটি উপাদানের ব্যবহারের শেষ নেই। বাহুল্য। ত্বকের কোমলতা ফেরানো থেকে শুরু করে ব্রণ দূর করা— সবকিছুতেই সেরা এই উপাদানগুলো। কাঁচা হলুদ বেটে তার সঙ্গে নারিকেল তেল আর কাঠবাদাম তেল মেশান। থকথকে ঘন প্যাক বানিয়ে চোখের নিচে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

potato

আলুর প্যাক

সবজি হিসেবে আলুর জনপ্রিয়তা অনেক। রূপচর্চায়ও সে পিছিয়ে নেই। খোসা-সহ আলু বেটে চোখের নিচে লাগান। তিন-চার দিন এই প্যাকটি ব্যবহার করলে কালচেভাব নিশ্চিতভাবে দূর হবে।

আরও পড়ুন- 
ঘাড়-কনুইয়ের কালো দাগ দূর করুন মাত্র ১৫ মিনিটে

কফিবিনের প্যাক

শীতের সকালে এক কাপ কফিতে চুমুক দিলে দিনটি যেন সুন্দর হয়ে যায়। চোখের কালি দূর করতেও এটি ব্যবহার করতে পারেন। এক চামচ কফিবিন গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চোখের নিচে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখ হালকা করে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে আমন্ড অয়েল লাগিয়ে নিন। 

tea bag

টি ব্যাগ

চা বানানোর পর টি ব্যাগ ফেলে না দিয়ে রূপচর্চার কাজে লাগান। ব্যবহার করার পর টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বার করে নিন। চোখ বন্ধ করে চোখের উপর মিনিট দশেক রেখে দিন। 

আরও পড়ুন- 
মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায়

তবে এসব নিয়ম মানলেই চলবে না। তার সঙ্গে পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস ফ্রি থাকাও জরুরি। তবে দূর হবে ডার্ক সার্কেল। সতেজ থাকবেন আপনি।

এনএম