শারীরিক সৌন্দর্যের ক্ষেত্রে আমরা হাত, পা আর মুখের দিকে নজর দিলেও ভুলে যাই ঘাড়, কনুইয়ের মতো স্থানগুলোর কথা। এসব জায়গা ঠিকমতো পরিষ্কার না করলে দেখতে খুবই বাজে লাগে। মুখের পাশাপাশি ঘাড় এবং কনুইয়ের যত্নেও সমান মনোযোগ দিতে হয়।
একটি সহজ ঘরোয়া উপায় রয়েছে যা কাজে লাগিয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে ঘাড়, গলা বা কনুই পরিষ্কার করা যায়। ১৫ দিন পর পর এই উপায়টি কাজে লাগালে পাবেন স্থায়ী সমাধান। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী করতে হবে-
বিজ্ঞাপন

যা যা লাগবে
লেবু- অর্ধেক
লবণ- ১ চা চামচ
বেকিং সোডা ১ চা চামচ
ইনো- ১ চা চামচ
সাদা টুথপেস্ট- প্রয়োজনমতো
যেভাবে ব্যবহার করবেন
বিজ্ঞাপন
প্রথমে একটা লেবু অর্ধেক কেটে নিন। এতে লবণ ছিটিয়ে দিন। এবার একটা পাত্রে বেকিং সোডা নিয়ে তাতে ইনো আর সাদা টুথপেস্ট মিশিয়ে নিন। এবার লেবুর টুকরোটি ঘাড়, গলা আর কনুইয়ে ঘষতে হবে। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। মোছার পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

ত্বকের যত্নে বেকিং সোডা
ত্বকের জন্য বেকিং সোডা খুবই উপকারী। এটি অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। ফলে ত্বক হয় উজ্জ্বল। এই উপাদানটি ত্বক থেকে মৃত কোষগুলিকে এক্সফোলিয়েট করতেও সাহায্য করে। এতে ব্রণের দাগ দূর হয়। ত্বক হয় উজ্জ্বল।
ত্বকের যত্নে টুথপেস্ট
সুন্দর ঝকঝকে সাদা দাঁতের জন্য টুথপেস্ট ব্যবহার করা হয়। এটি ত্বক পরিষ্কার করতেও সহায়ক। টুথপেস্ট ত্বকে লাগালে ছিদ্র বন্ধ হয়, ত্বক টানটান হয় এবং মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এটি ত্বক দাগমুক্ত করতেও কার্যকরী ভূমিকা রাখে।
এনএম

