images

লাইফস্টাইল

রূপার গয়না পরিষ্কারের সহজ ৩ উপায়

লাইফস্টাইল ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২২, ০১:১৮ পিএম

নিজেদের সাজাতে বহুবছর থেকেই রূপার গয়না ব্যবহার করে আসছে বাঙালি নারীরা। ঐতিহ্য আর আভিজাত্যের মিশেলে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিতে এর জুড়ি নেই। সমস্যা হলো, রূপার গয়না কিছুদিন রেখে দিলেই কালো দাগ দেখা যায়। 

সহজ কিছু ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু এই দাগ দূর করা যায়। চলুন জেনে নিই রূপার গয়না পরিষ্কারের সহজ কিছু উপায়- 

rupa

সার্ফ এক্সেল গোলানো পানি 

রূপার গয়না সহজে পরিষ্কারের জন্য ভরসা রাখতে পারেন সার্ফ এক্সেলে। হালকা গরম পানিতে সার্ফ এক্সেল দিন। এতে মিনিট দশেক রূপার গয়না চুবিয়ে রাখুন। এরপর পুরনো টুথব্রাশ দিয়ে হালকাভাবে ঘষে ধুয়ে ফেলুন। ধোয়ার পর মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিন। ব্যাস, গয়না চকচক করবে।

rupa

ভিনেগার 

সময়ের সঙ্গে সঙ্গে সব গয়নাই ঔজ্জ্বল্য হারায়। রূপার গয়নাও এর ব্যতিক্রম নয়। এই গয়নার দীপ্তি ফেরাতে পারে রান্নাঘরে থাকা ভিনেগার। দুই টেবিল চামচ বেকিং সোডা আর আধা কাপ সাদা ভিনিগার একটি পাত্রে ভালভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণে ২-৩ ঘণ্টা রূপার গয়না ভিজিয়ে রাখুন। এরপর মিশ্রণ থেকে তুলে ব্রাশ দিয়ে ঘষলেই ফিরবে হারানো ঔজ্জ্বল্য। 

rupa

টুথপেস্ট

কেবল দাঁত নয়, রূপার গয়না চকচকে করতেও কার্যকরী ভূমিকা রাখে টুথপেস্ট। প্রথমে ভালো করে গয়নায় টুথপেস্ট ঘষে নিন। এরপর টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন। দাগছোপ দূর হয়ে যাবে।  

আরও পড়ুন- 
>> হীরার গয়না পরিষ্কার করবেন কী দিয়ে?
>> খাঁটি সোনা চেনার উপায়

রূপার গয়না কালো হয়েছে বলে মন খারাপ? এই উপায়গুলো কাজে লাগান। 

এনএম