গয়না ভালোবাসেন না এমন নারী একজনও মিলবে না! হীরার গয়না হলে তো কথাই নেই। কিন্তু সব সময় গয়না পরা হয় না। বেশিরভাগ সময় গয়না বাক্সে বন্দি থাকে। তাই গয়নার আলাদা যত্ন আছে। বিশেষ করে হীরা গয়না পরিষ্কার করা একটু কঠিন। জেনে নিন হীরার গয়না পরিষ্কার করার উপায়।
বাসন মাজার কিংবা জামাকাপড় কাচার সাবান দিয়ে হীরের গয়না পরিষ্কার করতে পারেন। একটি বাটিতে অল্প পানি নিন। তাতে সামান্য সাবান দিন। এবার গয়নাটি ওই সাবান পানিতে ফেলে দিন। ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এবার তা তুলে নিন। দাঁত মাজার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন। পরিষ্কার পানিতে গয়নাটি ধুয়ে ফেলুন। শুকনো নরম কাপড়ে জড়িয়ে মুছে নিন।
বিজ্ঞাপন
দাঁত মাজার পেস্ট দিয়েও হীরের গয়না পরিষ্কার করতে পারেন। সেক্ষেত্রে গয়নায় পেস্ট লাগিয়ে নিন। কিছুক্ষণ ওভাবে গয়নাটি রেখে দিন। পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এবার নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন আপনার দীর্ঘদিন ব্যবহার করা হীরার গয়না ফিরে পেয়েছে পুরনো জেল্লা।
অ্যামোনিয়া এবং ঠাণ্ডা পানির মিশ্রণ দিয়ে হীরার গয়নার পরিচর্চা করতে পারেন। তবে অবশ্যই খেয়াল করতে হবে মিশ্রণের ক্ষেত্রে পরিমাপে যেন গণ্ডগোল না হয়।
বেকিং সোডার সাহায্যেও আপনার হীরার গয়না পরিষ্কার করতে পারেন। ১-২ চামচ বেকিং সোডা নিন। তাতে অল্প পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এবার তা গয়নার উপর লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেললেই পুরনো জৌলুস ফিরে পাবে।
আপনি যদি একান্তই নিজে কাজটি করতে না পারেন তবে জুয়েলারি শপে যান। সামান্য ভুলে ক্ষতিগ্রস্থ হতে পারে সাধের জিনিস।
বিজ্ঞাপন
এজেড

