লাইফস্টাইল ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম
সম্পর্কে প্রেম-ভালোবাসা যেমন রয়েছে, তেমনি আছে রাগ-অভিমানও। কম বেশি সব সম্পর্কেই ঝগড়া বা অশান্তি হয়। তবে তা সাময়িক। একটা সময় পর সব ঠিক হয়ে যায়। কিন্তু অনেকেই আছেন ঝগড়ার সময় সঙ্গীকে রাগের মাথায় কিছু কথা বলে ফেলেন যা নষ্ট করে দেয় ভরসার জায়গা। এমনকি চির ধরায় সম্পর্কেও।
যত বড় ঝগড়াই হোক না কেন কিছু কথা কখনো সঙ্গীকে বলা উচিত নয়। কী সেগুলো? চলুন জানা যাক-

দুজন দুজনের চাওয়া-পাওয়া সম্পর্কে সচেতন থাকাটা দাম্পত্য জীবনকে আরও মজবুত করে দেয়। এই চাওয়া-পাওয়ার মানে আর্থিক সাহায্য কিংবা কোনো পছন্দের জিনিস কিনে দেওয়া নয়। বরং মন বোঝা। অনেকে ঝগড়ার সময় বলে ওঠেন, ‘আমি জানি না তুমি কী চাও’। ছোট এই কথাটি সঙ্গীর মনে আপনার প্রতি থাকা ভরসা নষ্ট করে দিতে যথেষ্ট।
আরও পড়ুন- যে ৫ কারণে সঙ্গী ঘনিষ্ঠ হয় না
সঙ্গী সবসময় অপরপক্ষ থেকে সাপোর্ট চান। মানসিক সাপোর্ট, ভালোবাসা, স্নেহ, যত্ন— এসবই আশা করেন তিনি। তাই রাগের বশে এমন কথা বলবেন না যাতে সঙ্গী বিশ্বাস নষ্ট হয়ে যায়।

সঙ্গী হয়তো কোনো একটি সমস্যায় আছেন। কী করবেন বুঝে উঠতে পারছেন না। হতে পারে পরিবারের কেউ তাকে কটু কথা বলেছে। কিংবা অফিসের বসের সঙ্গে ঝামেলা হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি অপরপক্ষ থেকে মেন্টাল সাপোর্ট চান।
আপনি যদি সঙ্গীর ঝামেলার কথা শুনতে অনাগ্রহী থাকেন আর বলে দেন, ‘এটা তোমার সমস্যা, আমার না’- তাহলে তা তার মানসিক অশান্তির কারণ হবে। তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন। সম্পর্ক মানে একে অন্যের পাশে থাকা। তাই সঙ্গী আপনাকে ভরসা মনে করেন। খারাপ সময়ে আপনি তাকে একা ছেড়ে দিলে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যেতে পারে।

ঝগড়া হতেই পারে। তা কথা বা আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি। কিন্তু আপনি যদি সমস্যা মেটাতে না চান এবং বলে দেন, ‘আমি তোমার সঙ্গে কথাই বলতে চাই না’ তাহলে ঝামেলা কিন্তু মিটবে না। বরং জটিলতা আরও বাড়বে।
সমস্যা যাই হোক, তার সমাধান থাকা জরুরি। আর সমাধানের জন্য দ্বিপাক্ষিক কথা বলার বিকল্প নেই। আপনি যদি কথা বলতেই না চান, তাহলে আরও জটিলতা তৈরি হবে। এক্ষেত্রে সম্পর্কও টক্সিক হয়ে উঠবে।

বিশ্বাস একটি সম্পর্কের মূল ভিত। যেখানে বিশ্বাস থাকে না, সেখানে ভরসা বা ভালোবাসাও থাকে না। রাগের মাথায় ‘আমি তোমাকে বিশ্বাস করি না’ বললে সঙ্গীর মনে ভরসার জায়গা নষ্ট হয়ে যায়। এমন কথা তার মনে আঘাত দিতে পারে। ঝামেলা মিটে গেলেও তার মনে আর আগের মতো ভালোবাসা সৃষ্টি হয় না।
সম্পর্কে রাগ-অভিমান হতেই পারে। ঝগড়া হবে, সেটি আবার নির্দিষ্ট সময় পর মিটেও যাবে। তাই রাগের মাথায় এমন কিছু করবেন না যার কারণে পরবর্তীতে সম্পর্কে খারাপ প্রভাব পড়ে।
এনএম