লাইফস্টাইল ডেস্ক
০২ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম
জুতায় দুর্গন্ধ হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এই সমস্যা বর্ষায় বেড়ে যায়। বৃষ্টিতে জুতা ভিজে গেলে ঘাম আর আর্দ্রতা মিলে জুতার ভেতর দুর্গন্ধ সৃষ্টি হয়। অফিস, পার্টি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে এমন দুর্গন্ধের জন্য পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া বিশেষ স্প্রেতে।
পায়ের দুর্গন্ধ হওয়ার মূল কারণ পা ঘেমে যাওয়া। এই ঘামের কারণে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। আর এই ব্যাকটেরিয়া থেকেই বিশ্রী দুর্গন্ধ হয়। যাদের পা খুব বেশি ঘামে তাদেরই এই সমস্যা বেশি হয়। দুর্গন্ধ হওয়ার কারণে জুতা খোলার সঙ্গে সঙ্গেই বিশ্রী দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। যা নিজের জন্য লজ্জার কারণ তো হয়ই, অন্যদের জন্যও অস্বস্তিকর হয়।

ঘরোয়া কিছু সাধারণ উপাদান মিশিয়ে চমৎকার একটি জুতার পারফিউম তৈরি করতে পারেন। এটি শুধু দুর্গন্ধ দূর করবে না, সেসঙ্গে জুতাকেও সারাদিন সতেজ রাখবে। কী কী উপাদান লাগবে জুতার পারফিউম তৈরি করতে? কীভাবেই বা তৈরি করবেন? চলুন জানা যাক-
যা যা লাগবে:
একটি স্প্রে বোতল
আধা কাপ- পানি
১ চা চামচ- বেকিং সোডা
১০-১২ ফোঁটা- টি ট্রি ওয়েল
পুদিনা/লেবুর রস
চাইলে আধা চা চামচ ভিনেগার যোগ করতে পারেন

যেভাবে তৈরি করবেন:
প্রথমে একটি পরিষ্কার স্প্রে বোতল নিয়ে তাতে আধা কাপ পানি নিন। এবার এতে বেকিং সোডা যোগ করুন এবং ভালোভাবে মেশান। তারপর প্রয়োজনীয় তেলের ফোঁটা যোগ করুন এবং চাইলে সামান্য ভিনেগার দিন তাতে। সবগুলো উপাদান ভালো করে মেশালেই মিশ্রণ রেডি।
আরও পড়ুন-
জুতায় দুর্গন্ধ হলে ঘরে তৈরি এই স্প্রে জুতার ভেতরের দিকে এবং নিচের দিকে স্প্রে করুন। চাইলে জুতা কয়েক মিনিট রোদে রাখুন যেন এর আর্দ্রতা পুরোপুরি দূর হয়। এই স্প্রে ব্যবহার জুতার দুর্গন্ধ চিরতরে দূর হবে।

এই স্প্রে সস্তা হলেও দীর্ঘদিনের জন্য কার্যকরী। এতে থাকা এসেনশিয়াল অয়েল ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং গোড়া থেকে দুর্গন্ধ দূর করে। বেকিং সোডার গন্ধ শোষণ করার ক্ষমতা এবং ভিনেগারের প্রাকৃতিক জীবাণুনাশক বৈশিষ্ট্য একে খুব কার্যকর করে তোলে।
এনএম