লাইফস্টাইল ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৫, ০১:১০ পিএম
উপকার ফল ডালিম। পুষ্টিগুণে ভরা। নিয়মিত ডালিম খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তিও মেলে। এই ফলের এতসব গুণ থাকলেও কিছু কিছু মানের না খাওয়াই ভালো। কেননা, এসব মানুষের ডালিম সহ্য হয় না। জানুন কারা কারা ডালিম খাবেন না।
ডায়াবেটিস রোগী
আপনার ডায়াবেটিস থাকলে, ডালিমসহ ফলের রস পান করার আগে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন। ডায়রিয়া হলে ডালিমের রস পান করবেন না বা ডালিমের নির্যাস খাবেন না। গর্ভবতী মহিলাদের ডালিমের নির্যাস গ্রহণ করা উচিত নয় কারণ এতে ফলের ছাল থাকতে পারে।

ত্বকের অ্যালার্জি
আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে, তবে আপনার ডালিম খাওয়া উচিত নয়।এমনটা করলে আপনার সমস্যা আরও বাড়তে পারে। আসলে ডালিম খেলে শরীরে রক্ত বাড়ে। এমন পরিস্থিতিতে, আপনার ত্বকে অ্যালার্জি থাকলে, আপনি যদি ডালিম খান, তাহলে আপনার শরীরে লাল গোটা বের হতে পারে।
আরও পড়ুন: ডালিম কেন খাবেন? উপকারিতা জানুন
নিম্ন রক্তচাপে ভুগলে
যাদের রক্তচাপ কম, তাদেরও ডালিম খাওয়া উচিত নয়। কারণ বেদানায় একটি শীতল ভাব রয়েছে, যা আমাদের শরীরে রক্ত চলাচলের গতি কমিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, নিম্ন রক্তচাপের জন্য ওষুধ গ্রহণকারীরা ডালিম খেলে ক্ষতি হতে পারে। কারণ এতে উপস্থিত উপাদানগুলো ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে, যা শরীরের ক্ষতি করতে পারে।

অ্যাসিডিটির সমস্যা থাকলে
যারা অ্যাসিডিটিতে ভোগেন, তাদের ডালিম খাওয়া উচিত নয়। ডালিমের ঠান্ডা প্রভাবে খাবার ঠিকমতো হজম হয় না। যার কারণে পেটে খাবার নষ্ট হতে শুরু করে।
আরও পড়ুন: ডালিমের জুসের উপকারিতা জানলে রোজ খাবেন
কাশিতে ভুগলে
বেদানা ঠাণ্ডা প্রকৃতির, তাই ইনফ্লুয়েঞ্জা এবং কাশিতে আক্রান্ত ব্যক্তিদের এটি খাওয়া উচিত নয়। এই ধরনের লোকেরা যদি প্রচুর পরিমাণে ডালিম খান, তবে তাদের সংক্রমণের ঝুঁকি বাড়ে।

কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা থাকলে
যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদেরও ডালিম খাওয়া উচিত নয়। বেদানার অত্যধিক সেবনে হজম ব্যবস্থার সমস্যা হতে পারে। এছাড়া যাদের গ্যাসের সমস্যা আছে, তাদেরও ডালিম খাওয়া উচিত নয়। কারণ ডালিমের ঠান্ডা প্রভাবে এটি ঠিকমতো হজম হয় না।
আরও পড়ুন: ডালিমের ইংরেজি জানেন না অনেকেই
মানসিক রোগের ঔষধ সেবন করলে: মানসিক রোগে আক্রান্ত যেসব রোগীরা, যারা নিয়মিত মানসিক রোগের জন্য ওষুধ খান তাদের জন্য বেদানা প্রায় বিষের সমান।
এজেড