রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডালিম

ডালিমের ইংরেজি জানেন না অনেকেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:২৫ এএম

শেয়ার করুন:

pomegranate

ফলের তালিকায় ডালিম অত্যান্ত জনপ্রিয়। সব বয়সীদের কাছেই এটি উপাদেয় ও সুস্বাদু। ডালিমের আরেক নাম বেদানা। তবে বেদানার চেয়ে ডালিম নামটাই বেশি জনপ্রিয়। এই জনপ্রিয় ফলের ইংরেজি নাম অনেকেই জানেন না। জানুন ডালিমের ইংরেজি নাম। 

ডালিমের ইংরেজি নাম


বিজ্ঞাপন


বেদানা, আনার বা ডালিমের বৈজ্ঞানিক নাম Punica granatum। এটি Lythraceae পরিবারের Punica গণের অন্তর্ভুক্ত ফলের গাছ। এর ইংরেজি নাম পমেগ্রেনেট (pomegranate)। হিন্দুস্তানি, ফার্সি ও পশতু ভাষায় একে আনার (انار) বলা হয়। কুর্দি ভাষায় হিনার এবং আজারবাইজানি ভাষায় একে নার বলা হয়। সংস্কৃত এবং নেপালি ভাষায় বলা হয় দারিম।  

ami

ডালিম গাছ ৫-৮ মিটার পর্যন্ত লম্বা হয়। পাকা ফল দেখতে লাল রঙের হয় । ফলের খোসার ভিতরে স্ফটিকের মত লাল রঙের দানা দানা থাকে । সেগুলো খাওয়া হয়।

ডালিমের আদিনিবাস


বিজ্ঞাপন


ডালিম বা আনারের আদিনিবাস ইরান এবং ইরাক। ককেশাস অঞ্চলে এই ফলের চাষ প্রাচীণকাল থেকেই হয়ে আসছে। সেখান থেকে ভারত উপমহাদেশে বিস্তার লাভ করেছে।

আরও পড়ুন: ডালিমের জুসের উপকারিতা জানলে রোজ খাবেন

স্পেনীয়রা ১৭৬৯ সালে ল্যাটিন আমেরিকা এবং ক্যালিফোর্নিয়াতে বেদানা নিয়ে যায়। ফলে বর্তমানে ক্যালিফোর্নিয়া ও এরিজোনায় এর চাষ হচ্ছে। উত্তর গোলার্ধে এটি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মৌসুমে জন্মে। দক্ষিণ গোলার্ধে মার্চ থেকে মে পর্যন্ত এটি জন্মে।

dali

ডালিম কোথায় চাষ হয়?

বর্তমানে এটি তুরস্ক, ইরান, সিরিয়া, স্পেন, আজারবাইজান, আর্মেনিয়া, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, লেবানন, মিশর, চীন, বার্মা, সৌদি আরব, ইসরাইল, জর্ডান, ফিলিপাইন, দক্ষিণ-পূর্ব এশিয়ার শুষ্ক অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ ইউরোপ এবং ক্রান্তীয় আফ্রিকায় ব্যাপকভাবে চাষ করা হয়।

pomeganate

ডালিমের উপকারিতা

ফল হিসেবে ডালিমের জুড়ি নেই। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফোনের উপকারিতার শেষ নেই। ডালিমের এখন ভরা সিজন। প্রতিদিনের খাদ্যতালিকায় ডালিম রাখুন। ফল পাবেন হাতে নাতে। 

আরও পড়ুন: ডালিম কেন খাবেন? ‍উপকারিতা জানুন

বলা হয়ে যাকে যে প্রতিদিন আপেল খান তার চিকিৎসকের কাছে যেতে হয় না। কিন্তু ডালিমও কম যায় না।  ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লাল ডালিম প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারলে কেল্লা ফতে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর