images

লাইফস্টাইল

আপনি কি সুখী? মিলিয়ে নিন লক্ষণে 

লাইফস্টাইল ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৪, ০২:১৭ পিএম

‘সবাই তো সুখী হতে চায়/ তবু কেউ সুখী হয়, কেউ হয় না’ —মান্না দে’র কণ্ঠে এ গান শুনেছেন কম-বেশি সবাই। আসলেই সুখ সবার জীবনে ধরা দেয় না। এটি খুব আপেক্ষিক বিষয়। একজনের কাছে যা সুখ তা অন্য কারো কাছে সুখের সংজ্ঞা নাও হতে পারে। 

তবুও কিছু ব্যাপার থাকে যা দিয়ে মানুষ নিজেকে সুখী বলে বিচার করে। আপনি কি একজন সুখী মানুষ? প্রশ্নের উত্তর খুঁজতে নিশ্চয়ই হিমশিম খাচ্ছেন। কিছু বিষয় দিয়ে যাচাই করে নিন আসলে আপনি একজন সুখী মানুষ কি না- 

happy2

পজিটিভ এনার্জি 

কেউ মন থেকে নিজেকে সুখী ভাবলে পজিটিভ এনার্জি পাবেন। আপনি যদি কোনো কাজ করতে গেলে মন থেকে পজিটিভ শক্তি পান, তবে নিজেকে সুখী মানুষ ভাবতে পারেন। 

কৃতজ্ঞতাবোধ 

সুখী মানুষের মধ্যে সবসময় কৃতজ্ঞতাবোধ কাজ করে। তারা জীবনের ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পান। অন্যের প্রতি কৃতজ্ঞ থাকেন তারা।  

happy3

পরিবারকে প্রাধান্য 

একজন সুখী মানুষ সবসময় পরিবার আর কাছের মানুষদের প্রাধান্য দেন। আপনি যদি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, আনন্দ পান তাহলে নিঃসন্দেহে নিজেকে সুখী মানুষ ভাবতে পারেন। 

আত্মসম্মানবোধ 

সুখী মানুষরা নিজেদের আত্মসম্মান বজায় রাখতে জানেন। তারা আবেগ, আকাঙ্ক্ষা সবকিছুর ওপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ রাখতে পারেন। 

happy4

নিজেকে ভালোবাসা 

একজন সুখী মানুষ সবসময় নিজেকে ভালবাসেন। শত ব্যস্ততার ভিড়ে তিনি নিজের জন্য সময় বের করেন। 

এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তবে নিজেকে একজন সুখী মানুষ হিসেবে বিবেচনা করতে পারেন। 

এনএম