সুখী হতে কে না চায়? শান্তিময় জীবন কামনা করেন সবাই। কিন্তু বাস্তবে কী আর তা সম্ভব হয়? নানা ধরনের মানসিক চাপ সঙ্গী হয় রোজ। তবে জীবনে ছোটোখাটো কিছু পরিবর্তন আনার মাধ্যমে সবসময় খুশি থাকতে পারেন আপনি। কীভাবে সুখী হবেন। চলুন জেনে নেওয়া যাক-
অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না
বিজ্ঞাপন
সুখী হতে চাইলে সবার আগে অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করেন। আজকাল বেশিরভাগ মানুষই নিজের কাছে থাকা জিনিসের গুরুত্ব বোঝেন না। এই অভ্যাসই কখনো কখনো দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই সুখী হতে চাইলে অন্য কারোর সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন।

ভুলে যেতে শিখুন
সুখী হওয়ার জন্য অন্যরা যা বলেছে তা ভুলে যাওয়া শিখতে হবে। অনেকেই নিজের চিন্তা মাথায় রেখে অন্যের কথা ভাবতে থাকেন। কেউ খারাপ আচরণ করলে দীর্ঘদিন তা মনে পুষে রাখেন। কষ্ট পান, মন খারাপ করে থাকেন। তবে আপনি যদি সুখী হতে চান তবে অন্যের দেওয়া আঘাত ভুলে যাওয়ার অভ্যাস করুন।
বিজ্ঞাপন
ইতিবাচক চিন্তা করুন
সুখী থাকতে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা জরুরি। জীবনে সুখী হতে চাইলে সবসময় ইতিবাচক চিন্তা করুন। এই অভ্যাস আপনাকে খারাপ পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। পাশাপাশি, ইতিবাচক চিন্তা করলে মন ভালো থাকবে।

অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করুন
জীবনে সুখী হতে চাইলে অন্যের থেকে আশা করা বন্ধ করুন। আপনি কারো জন্য কিছু করেছেন মানে সে ও আপনার জন্য করবে- এমন ভাবনা মানুষের হতাশার কারণ হয়। অন্যের কাছ থেকে প্রত্যাশা সবসময় দুঃখ দেয়। তাই সুখী হতে চাইলে আশা করবেন না।
নিজেকে সময় দিন
সুখী হওয়ার জন্য নিজেকে সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞদের মতে, নিজের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে। আমাদের জীবন ব্যস্ততায় ভরপুর। এতই ব্যস্ত থাকি যে নিজের কথা ভাবার সময় থাকে না। কিন্তু আমরা যখন একা সময় কাটাই, সেই সময়ে আমরা নিজেদের সম্পর্কে আরও ভালভাবে পরিকল্পনা করতে পারি।
এনএম

