লাইফস্টাইল ডেস্ক
০২ অক্টোবর ২০২৩, ০৫:৪১ পিএম
শাড়ি ভালোবাসেন এমন নারীর সংখ্যা অসংখ্য। নানা রঙের, নানা বাহারের শাড়িতে নিজেকে সাজান তারা। শাড়িপ্রেমীদের পছন্দের তালিকায় যেমন টাঙ্গাইলের তাঁতের শাড়ি, জামদানী, রাজশাহী সিল্ক রয়েছে। তেমনি আছে ভারতের সিল্ক, কাতানসহ নানা শাড়ি।
ভারতের একেকটি প্রদেশ একেক শাড়ির জন্য বিখ্যাত। চলুন জেনে নিই প্রদেশভেদে কোন অঞ্চল কী শাড়ির জন্য বিখ্যাত-

আসাম
ভারতের আসাম বিখ্যাত মুগা সিল্কের জন্য। গুটি থেকে তৈরি সোনালি রেশম আর সুতো দিয়ে তৈরি এসব শাড়ির আভিজাত্য চোখে পড়ার মতো। এই সিল্ক শাড়িগুলোর দাম কিছুটা বেশি হয়। তবে সাধ্যের মধ্যে কিনতে চাইলে আসামের সুতি শাড়িও কিনতে পারেন। সেখানকার সুতি শাড়িও বিখ্যাত।
আরও পড়ুন- শাড়ি ভালোবাসেন, অথচ এই তথ্যগুলো অজানা?
অরুণাচল প্রদেশ
ভারতের ঐতিহ্যবাহী শাড়ির তালিকায় আছে বিভিন্ন উপজাতির মানুষদের হাতে তৈরি শাড়ি। অরুণাচলের আপাতানি আদিবাসীদের করা সুতোর ‘ব্যাকস্ট্র্যাপ’ কাজই এই প্রদেশের আভিজাত্য। এমন শাড়ি রাখতে রাখেন সংগ্রহে।

বিহার
বিহারের ভাগলপুর বিখ্যাত তসর বা সিল্কের জন্য। কারণ, এই জায়গার সিল্ক খুব একটা চকচকে হয় না। যারা ম্যাট সিল্কের শাড়ি পছন্দ করেন তাদের জন্য বিহার উপযুক্ত।
গুজরাট
গুজরাটের কচ্ছ বিখ্যাত বাঁধনি কাজের জন্য। এছাড়া এখানকার আজরাখ, পটোলা, মোডাল সিল্কও বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিল্ক কিনতে না চাইলে এখান থেকে সুতি শাড়িও কিনতে পারবেন।

কর্ণাটক
শাড়ির আঁচল কিংবা পাড়ে চেকস কাজ ফ্যাশনে নতুন নয়। কর্ণাটক এর জন্য বিখ্যাত। কর্ণাটকের ইক্কাত শাড়ি বিখ্যাত ‘চেক্স’-এর ব্যবহারের জন্য। ইক্কাত সিল্ক, সুতি বা লিনেন— সবই পাওয়া যায় এখানে। রুচি, পছন্দ এবং বাজেট কিনতে পারেন শাড়ি। এছাড়াও পাওয়া যাবে মাইসুরু সিল্ক, কোয়ম্বত্তূর সিল্ক ইত্যাদিও।
কেরল
দক্ষিণী সিনেমা যারা দেখেন তারা সোনালি পাড়ের অফহোয়াইট শাড়ির জন্য অন্যরকম আকর্ষণ করেন। কেরল বা কেরালায় এমন শাড়ি কাসাভু নামে পরিচিত। মালায়ালি সংস্কৃতিতে বিয়ের বিশেষ পোশাক হিসাবে কনেরা এই শাড়ি পরে থাকেন। ইদানীং সব অনুষ্ঠানেই এই শাড়ি পরার চল শুরু হয়েছে।

মধ্যপ্রদেশ
উৎসব বা বিশেষ দিনের জন্য জমকালো শাড়ি চাইলে বেছে নিতে পারেন অন্ধ্রপ্রদেশের চান্দেরি শাড়ি। সিল্ক এবং জরির কাজের জন্য চান্দেরি বিখ্যাত। এছাড়া, এখানকার মাহেশ্বরী সিল্কও রয়েছে তালিকায়।
আরও পড়ুন- সিল্কের শাড়ির যত্ন নেবেন যেভাবে
পঞ্জাব
পঞ্জাবের হলুদ সর্ষে খেতের মতোই উজ্জ্বল প্রদেশটির ফুলকারি কাজ। শাড়ি, দোপাট্টা, শাল কিংবা জুতা— সবেতেই দেখা যায় এই ফুলকারি কাজ। অন্যান্য প্রদেশের শাড়ির তুলনায় ফুলকারি কাজের শাড়ি একটু ভারী হয়। তাই শাড়ির কাপড় হালকা হয়।

মহারাষ্ট্র
অনেকেই শাড়িতে রং-বেরঙের মিনাকারী কাজ পছন্দ করেন। মহারাষ্ট্রের পৈঠানি শাড়ির বিশেষত্ব হলো তার এই মিনাকারী কাজ। পাড় ও আঁচলে জরির সঙ্গে কখনও ময়ূর, কখনও পদ্ম কিংবা কখনও টিয়াপাখির নকশায় মিনার কাজ দেখলে চোখ জুড়িয়ে যাবেই।
এই শাড়িগুলোর কোনগুলো চেনেন আপনি? প্রিয় শাড়ির তালিকায় আছে কোনটি?