শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

সিল্কের শাড়ির যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

সিল্কের শাড়ির যত্ন নেবেন যেভাবে
ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

রোজকার পরনের বস্ত্র হিসেবে সুতি শাড়ি পরা হলেও উৎসব আয়োজনের ক্ষেত্রে পছন্দ হয় ভিন্ন। তখন সিল্কজাতীয় শাড়িই থাকে পছন্দের শীর্ষে। বিশেষ দিন পার করার পর এই শাড়ি বছরের বেশিরভাগ সময়ই পড়ে থাকে আলমারিতে। 

অন্য শাড়ি বারবার পরা হয় বলে ভাঁজ খোলা হয়, আলোতে রাখা হয়। কিন্তু সিল্ক শাড়ি দিনের পর দিন থাকে আলমারির তাকে। কিন্তু এভাবে এই শাড়ি ভালো থাকে না। সিল্কের শাড়ি দীর্ঘদিন ভালো রাখতে নির্দিষ্ট নিয়মে যত্ন নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। 


বিজ্ঞাপন


shareeকীভাবে শখের সিল্ক শাড়ির যত্ন নেবেন? জানুন কিছু উপায়- 

সিল্কের শাড়ি কখনোই আলমারিতে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না। এই শাড়ি সুতি কাপড় মুড়ে ভাঁজ করে রাখতে হয়। 

একসঙ্গে দুটি শাড়ি এক কাপড়ে মোড়ানো যাবে না। আলাদা করে রাখুন। নয়ত দুটি শাড়িই নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। 

sharee


বিজ্ঞাপন


জরির কাজ রয়েছে এমন শাড়ি সবসময় উল্টো করে ভাঁজ করুন। এতে জরি ভালো থাকে। 

দীর্ঘদিন এক ভাঁজে রাখলে সিল্কে শাড়ি নষ্ট নয়ে যায়। প্রতি ছয় মাস অন্তর শাড়ির ভাঁজ বদলে দিন। 

sharee

বাড়িতে কখনোই সিল্কের শাড়ি ধোবেন না। এই শাড়ি ড্রাই ওয়াশ করাবেন। তবেই দীর্ঘদিন ভালো থাকবে তা। 

অন্যান্য শাড়ি মাঝেমধ্যে রোদে দিতে হলেও সিল্কের শাড়ির ক্ষেত্রে ভুলেও এই কাজ করবেন না। মাঝেমধ্যে আলমারি থেকে বের করে ভাঁজ খুলে বাতাসে ছড়িয়ে রাখুন। এতেই ভালো থাকবে শখের সিল্কের শাড়ি। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর