images

আইন-আদালত

দুদকের উপ-পরিচালক নুর হোসেনকে হাইকোর্টে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ আগস্ট ২০২২, ০৪:৪২ পিএম

১২ কোটি টাকা ঋণ আত্মসাতের মামলায় আসামিদের অব্যাহতি দেওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উপ-পরিচালক নুর হোসেনকে ডেকেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাকে সমন পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: খালাস পেয়েও কনডেম সেলে ৭ বছর: যা বললেন হাইকোর্ট

এরই ধারাবাহিকতায় আগামী ৮ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১০টায় তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। এরপর বিষয়টিতে পরবর্তী আদেশ দেবেন আদালত।

সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১২ কোটি টাকা ঋণ আত্মসাতের মামলায় আসামিদের অব্যাহতি দেওয়ার ঘটনায় দুদকের উপ-পরিচালক নুর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। সশরীরে তাকে আদালতে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এআইএম/আইএইচ