images

আইন-আদালত

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

প্রহসনের নির্বাচনের অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানায় করা বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান এই আদেশ দেন।

এর আগে বিকেল ৩টার দিকে নুরুল হুদাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। 

আরও পড়ুন

যে কারণে নূরুল হুদা কমিশনের ওপর এত ক্ষোভ!

‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পাওয়া ২০১৮ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির জন্য দায়ী করে কে এম নুরুল হুদাসহ সাবেক তিন সিইসির বিরুদ্ধে রোববার সকালে মামলা করে বিএনপি। এদিন সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা কে এম নুরুল হুদাকে উত্তরার একটি বাসা থেকে ধরে হেনস্তার পর পুলিশে সোপর্দ করে। পরে তাকে পুলিশ গ্রেফতার দেখায়। 

RR2
সাবেক সিইসিকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করে জনতা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে। ক্ষমতায় থেকে তিনটি ভুয়া নির্বাচন করে বলে অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। বিতর্কিত তিনটি নির্বাচন যে তিন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে অনুষ্ঠিত হয়েছে তাদের একজন কে এম নুরুল হুদা।

আরও পড়ুন

সাবেক সিইসিকে যেভাবে সোপর্দ করা হয় পুলিশে

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সিইসির দায়িত্ব পালন করা কে এম নুরুল হুদার অধীনে অনুষ্ঠিত হয় ২০১৮ সালের নির্বাচন। সেই নির্বাচনটি ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পায়। সেই নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ নিলেও কেউই পাত্তা পায়নি সরকারি দল আওয়ামী লীগের কাছে। এর পেছনে নির্বাচন কমিশনকেও পক্ষপাতিত্বের জন্য দায়ী করা হয়। ফলে বাকি দুটি নির্বাচনের চেয়ে ২০১৮ সালের নির্বাচন নিয়ে ক্ষোভ বেশি বিরোধীদের মধ্যে।

জেবি