নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৫, ০৪:৪৭ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপন মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।
রোববার (১৮ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ তারিখ ধার্য করেন।
আরও পড়ুন: শেখ হাসিনার সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান শুরু
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী আসিফ হাসান।
বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে ২০০৭ সালে তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি।
আরও পড়ুন: শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। তখন আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন। পরে শেখ হাসিনার আবেদনে এই মামলার বিচার কাজ স্থগিত করেন হাইকোর্ট।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলাটি বাতিলে রুল শুনানির উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে রুল যথাযথ ঘোষণা করে ২০১০ সালের ১৩ এপ্রিল বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনা বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বাতিল করে রায় দেন।
আরও পড়ুন: প্লট বরাদ্দে অনিয়ম, দুদকের মামলায় আসামি হাসিনা-পুতুলসহ ১৬ জন
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশক পর আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। গত ১৭ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এর ধারাবাহিকতায় লিভ টু আপিলটি শুনানির কার্যতালিকায় আসে। রোববার তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন।
এএইচ