images

আইন-আদালত

মিরপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ মে ২০২৫, ০৫:৫৪ পিএম

রাজধানীর মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের পাঁচজন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩ মে) রাতে তাদের আটক করা হয়। পরে সোপর্দ করা হয় পুলিশের হাতে। 

শনিবার দিবাগত রাতে আটককৃতরা মিরপুর-১ শাহআলী মাজারের কাছে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল- এমন খবর পাওয়ার পর দারুস সালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে ছুটে যায় এবং কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে।

তারা হলেন- খোকন (২৫) এবং গোলাম রাব্বি (২২)। আটকের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কিশোর গ্যাং: সংঘবদ্ধ অপরাধ ও সামাজিক নিয়ন্ত্রণ

Kishore
কিশোর গ্যাংয়ের আটক অন্য তিন সদস্য। ছবি- ঢাকা মেইল

একই দিন রাতে সাড়ে ১০টার দিকে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মিরপুর আড়তের (শাহআলী মাজার) কাছে রাস্তায় লাঠি নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টাকালে তিনজনকে আটক করে দারুস সালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল। 

আটককৃতরা হলেন- মো. রিপন (২৫), মো. রোমান (১৮) এবং মো. সাকিবুল ইসলাম (১৮)। 

আটকৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দারুস সালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এমআইকে/এএইচ