নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলককে উদ্দেশে করে আদালত বলেছেন, বিচারব্যবস্থা আপনারা এনালগ করে রেখেছেন। না হলে তো আদালতে আসতে হতো না, কারাগারে বসেই হাজিরা দিতে পারতেন।
সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে এসব কথা বলেন।
আদালত পলককে উদ্দেশ করে বলেন, ‘বিচারব্যবস্থা তো এনালগ করে রেখেছেন, না হলে আদালতে আসতে হতো না। কারাগারে বসেই হাজিরা দিতে পারতেন।’
জবাবে পলক বলেন, ‘করোনার সময় চালু করেছিলাম। অনেক সীমাবদ্ধতা ছিল, চেষ্টা করেছি। পরে আর সেটা এগোয়নি।’
এদিকে দুদকের মামলায় জুনাইদ আহমেদ পলক ছাড়াও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
গত ১ জানুয়ারি আলাদা তিনটি আবেদনে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে দুদক। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। ওইদিন আদালত ৬ জানুয়ারি এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন।
জেবি