images

আইন-আদালত

সুপ্রিম কোর্ট লিগ্যাল উইং প্রতিনিধি কমিটি করল জাতীয় নাগরিক কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ এএম

ফ্যসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন, আইন ও বিচারাঙ্গনে যথাযথ সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ৬৮ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির সুপ্রিম কোর্ট লিগ্যাল উইং গঠন করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) এ বিষয়টি জানা গেছে। জাতীয় নাগরিক কমিটি আইনজীবীদের নিয়ে এ টিমটি গঠন করেছে। 

এর আগে, শনিবার (২৮ ডিসেম্বর) এ কমিটি অনুমোদন করে এতে সাক্ষর করেন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি।

সিনিয়রিটির ভিত্তিতে এ কমিটিতে আইনজীবীদের নাম ক্রমানুসারে সাজানো হয়েছে।

আরও পড়ুন

খালেদা ও তারেকের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

প্রেস উইংয়ে থাকা আইনজীবীরা হলেন-

অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, আফসানা জেরিন খান, আব্দুল আলীম, লাবাবুল বাসার, মো. মামুনুর রশীদ, বিশ্বনাথ কর্মকার, এএসএম সায়েম ভূঁইয়া, মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমিনা আক্তার লাভলী, মুহা. এরশাদুল বারী খন্দকার, ইশরাত হাসান, আব্দুর রহিম, শাফায়েত উল্লাহ তুহিন, শাহেদ সিদ্দিকী, এসএম আসলাম, সানাউল্লাহ পাটোয়ারী, মিজানুর রশীদ, মাহবুবা তাসনিম আঁখি, নাজমুস সাকিব, আব্দুল্লাহ হিল গনি, মো. মনিরুজ্জামান মুন, মো. শাহজাহান আলী, উম্মে আপনান, রাকসেন মানকিন, মো. আবু বকর সিদ্দিক, মাহমুদ আলম, মেরী আকতার, শোয়াইব আকতার।

কমিটিতে আরও রয়েছেন- মেজবাহ উদ্দিন পারভেজ, আব্দুল্লাহ আল-আরীফ, মো. আল আমীন, মো. রিজওয়ান সামাদ, মো. জহিরুল ইসলাম, মো. মনিরুজ্জামান (মারুফ), মো. হাবিবুর রহমান, মো. আনিসুর রহমান, মুকুল মুস্তাফিজ, মাইনুল ইসলাম, তারেক ফয়সাল, তানজিলা রহমান, ফারজানা আম্বিয়া, সজিব মাহমুদ ভূঁইয়া, মো. মিজানুল ইসলাম, তানজিলা ববি লিজা, মো. ছেফায়েত উল্লাহ, মো. বন-ই-আমিন (তাকি), মোহাম্মদ পাভেল মাহমুদ, হাসানুল বান্না, মেহেদুল হাসান, নিজাম উদ্দিন আহম্মেদ ও এ.এম. আসাদুল হক, লিটন মিয়া, আবু বকর সিদ্দিক, মোহাম্মাদ ইয়াসিন আরাফাত সাজ্জাদ, কানিজ সুলতানা, মো. আফছার হোসেন রনি, আরিফ আহমেদ, মো. সৌমিক আহমেদ, মো. রায়হানুল ইসলাম, ইসমত জাহান সিমি, মো. আবদুল ভূঁইয়া, আসমা হোসেন, মো. আল-আমিন, মো. জাকির হোসেন, কাজী মুহাম্মদ ইলিয়াস (সোহান), মো. ইব্রাহীম হোসেন (অলী), মোহাম্মদ সালাহ উদ্দিন, আব্দুল্লাহ আল-আরিফ ও গোবিন্দ চন্দ্র দাস।

এআইএম/এমএইচএম