জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জুলাই ২০২৪, ১১:২১ এএম
বগুড়ার শেরপুর পৌর মেয়র জানে আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে। এর ফলে মেয়র হিসেবে দায়িত্ব পালনে তার আর বাধা রইলো না।
মঙ্গলবার (৩০ জুলাই) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে আর্থিক অনিয়মের কারণে তাকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে মেয়র জানে আলমের করা আবেদনের শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।
আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন।
এআইএম/এমএইচএম