জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ মার্চ ২০২৪, ০১:৩৫ পিএম
অর্থ আত্মসাতের মামলায় অ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম ও পরিচালক আমির হোসাইনের আগাম জামিন বাতিল করেছেন আদালত। আসামিদের আগামী দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তথ্য গোপন করে আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১০ মার্চ) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
পরে আদালত থেকে বেরিয়ে খুরশীদ আলম খান বলেন, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এমন আদেশ দেওয়া হয়েছে।
প্রথমে আসামিরা বিচারপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন আবেদন করেন। হাইকোর্টের এই বেঞ্চ থেকে আবেদনটি ফেরত নেন তারা। এই তথ্য গোপন করে বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে নতুন করে জামিন আবেদন করেন আসামিরা। গত ৪ মার্চ হাইকোর্ট তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
আইনজীবী বলেন, জামিন আবেদন থাকার পরও তথ্য গোপন করে নতুন করে জামিন আবেদনের বিষয়টি আদালতের নজরে নিয়ে আসি আমরা। আদালতের সঙ্গে এ ধরনের প্রতারণার কারণে দুই আসামির আগাম জামিন বাতিল করেছেন হাইকোর্ট।
এদিকে জাল-জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় আগাম জামিন নিতে আসা এই আসামিদের হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন রাজধানীর বাড্ডার বিশিষ্ট পাথর ব্যবসায়ী আমিনুল ইসলাম। তিনি বিচার চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছে আবেদন করেছেন।
বাড্ডার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার আমিনুল ইসলাম জাল-জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে পল্টন থানায় অ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম ও পরিচালক আমির হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় গত ৩০ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রশিদুল আলম আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আগাম জামিন নিতে আসেন আসামিরা।
এআইএম/জেবি