নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২৪, ০১:২০ পিএম
রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনার সময় অতিরিক্ত অ্যানেসথিসিয়ায় শিশু আয়ান আহমেদের (৫) মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত ও ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়।
রিটে শিশু আয়ানের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের ডাক্তারি সনদ বাতিল ও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
অন্যদিকে এ ঘটনায় মুগদা জেনারেল হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধানের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটির অন্য ৩ সদস্যের মধ্যে একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথিসিয়া বিভাগের বিশেষজ্ঞ, একই হাসপাতালেরই সহকারী পরিচালক এবং স্বাস্থ্য অধিদফতরের একজন সহকারী পরিচালক রয়েছেন।
আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদক জমা দিতে বলা হয়েছে।
এর আগে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খৎনা করার পর সাত দিন কোমায় থেকে মারা গেছে পাঁচ বছরের শিশু আয়ান আহমেদ।
পরিবারের অভিযোগ, শিশুটিকে ফুল অ্যানেসথিসিয়া দেওয়া হলেও তা তাদের জানানো হয়নি। পরিবারকে না জানিয়েই খাৎনার জন্য ফুল অ্যানেসথিসিয়া দিয়ে শিশু আয়ানকে অজ্ঞান করেন চিকিৎসক। কিন্তু পরে আর তার জ্ঞান ফেরেনি। এ অবস্থায় শিশুটিকে সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজে থেকে পাঠানো হয় গুলশান-২ ইউনাইটেড হাসপাতালে। এরপর শিশুটিকে পিআইসিইউতে লাইভ সাপোর্টে রেখে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে সাত দিন আইসিইউতে থাকার পর রোববার (৭ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে আয়ানকে মৃত ঘোষণা করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। ওইদিন রাতেই ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আয়ানের মৃত্যু সনদ দেয়। তাতে বলা হয়েছে, আয়ানের মৃত্যুর কারণ কার্ডিও-রেসপিরেটরি ফেইলিওর, মাল্টিঅর্গান ফেইলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট।
এইউ