images

আইন-আদালত

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে শাহজাহান ওমর

০৬ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ পিএম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

এদিন সুপ্রিম কোর্টের চেম্বারে এসে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলকে লোক মারফর সালাম পাঠান।

আরও পড়ুন

সজল ঢাকা মেইলকে বলেন, শাজাহান ওমরের পক্ষ থেকে আমার কাছে বার্তা নিয়ে আসা হয়, বলা হয় উনি আমাকে সালাম জানিয়েছেন। পরে আমি বলি বেঈমান-মোনাফেকের সালাম নেব না। আমার রুম থেকে চলে যান। আমি বেঈমানের সঙ্গে দেখা করবো না। পরে উনি আমার রুমে আসেন। আমাকে চার্জ করেন। এরপর সাধারণ ও বিএনপিপন্থী আইনজীবীরা তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে যায়। একপর্যায়ে শাজাহান ওমর সুপ্রিম কোর্ট ত্যাগ করে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে যান।

সজল আরও বলেন, তিনি আমার রুমে এসে অসৌজন্যমূলক আচরণ করেছেন। 

এদিন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যান শাহজাহান ওমর। তবে, কিছুক্ষণ অপেক্ষা করেও প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয়নি তার। প্রধান বিচারপতির দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

এআইএম/এইউ