জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাক্ষাত পাননি বিএনপির দলচ্যুত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহজাহান ওমর। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টে আসেন তিনি। তবে কিছুক্ষণ অপেক্ষা করেও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেননি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।
প্রধান বিচারপতির দফতর থেকে জানা যায়, বুধবার (৬ ডিসেম্বর) সকালে তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে এসেছিলেন।
যদিও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে আসার বিষয়টি অস্বীকার করেন সদ্য বহিষ্কৃত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর। তিনি বলেন, রেজিস্ট্রার কার্যালয়ে একটা কাজে এসেছিলাম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ আমার পুরনো দল। নিজ ঠিকানায় ফিরে এসেছি।
এআইএম/এইউ