মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের চিঠি, কী বলছেন আইনজ্ঞরা

আমিনুল ইসলাম মল্লিক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের চিঠি, কী বলছেন আইনজ্ঞরা
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশে কড়াকড়ি আরোপের পর সারাদেশে আদালতগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এই চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজ্ঞরা। তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার সংশ্লিষ্ট সবার জন্যই জরুরি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল ঢাকা মেইলকে বলেন, ‘সুপ্রিম কোর্টের এই চিঠি সবার নিরাপত্তার জন্য। সামনে জাতীয় সংসদ নির্বাচন। সবার নিরাপত্তা অবশ্যই জরুরি। এটা ভালো প্রজ্ঞাপন। এ ধরনের চিঠি জারি করা সাংবিধানিক দায়িত্ব। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে এই চিঠিকে সাধুবাদ জানাচ্ছি।’


বিজ্ঞাপন


আরও পড়ুন

বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে চিঠি 

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ঢাকা মেইলকে বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। আমাদের দেশে নির্বাচন নিয়ে একটা মতপার্থক্য আছে। আর সেই মতপার্থক্য থেকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য হয়তো বিচারকদের নিরাপত্তা জোরদারে নোটিশ জারি করা হয়েছে। এছাড়া সময়ে সময়ে সুপ্রিম কোর্ট বিচারকদের জন্য নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।’

সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘সুপ্রিম কোর্টের সময়োপযোগী সিদ্ধান্ত এটি। পৃথিবীর কোনো কোনো আদালতে আইডি কার্ড ও নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হয় না। আমাদের দেশে এ ধরনের কোনো নিয়ম নেই। কাজেই প্রত্যেকটি আদালতে প্রবেশের ক্ষেত্রে রেসটিকশন থাকা জরুরি। সুপ্রিম কোর্টের এই চিঠি সবারই মানা উচিত।’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দেশের সব আদালত-ট্রাইব্যুনাল এবং বিচারকদের গাড়ি ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

দণ্ডিত সেই বিচারকের এবার আপিল বিভাগে ক্ষমা প্রার্থনা 

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ও জেলা জজ আদালত, খুলনায় বোমা হামলা হয়েছে। ইতোপূর্বে কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় বিচারপ্রার্থীকে হত্যার ঘটনা ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে সারাদেশের বিচারকরা চরমভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের বিচারব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের সব আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরি।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সারাদেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকগণের বহনকারী গাড়ি ও বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। এমতাবস্থায় সারাদেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনে সার্বক্ষণিক পুলিশ প্রহরা ও পর্যাপ্ত পুলিশ ফোর্স প্রদানসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এআইএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর