images

আইন-আদালত

আদিল-এলানের রায় প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ পিএম

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দেওয়া ২ বছরের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিচারক এ এম জুলফিকার হায়াতের স্বাক্ষরের পর ৫০ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়। সত্যায়িত অনুলিপি এরই মধ্যে হাতে পেয়েছেন আদিলুরের আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া।

এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন এলানের পক্ষে দ্রুত হাইকোর্টে আপিল করব আমরা।

 

আরও পড়ুন

পুলিশের বিরুদ্ধে করা বিএনপিপন্থী আইনজীবীদের মামলা খারিজ

এর আগে গত ১৪ সেপ্টেম্বর এ দুজনকে সাজা দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মামলার রায়ের পর্যবেক্ষণে বলা হয়, হেফাজতের তান্ডবের মিথ্যা তথ্য ছড়িয়ে আদিলুর ও এলানের সংগঠন অধিকার বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন করেছে।

তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, হেফাজতে ইসলামের ওই সমাবেশে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় ২০১৩ সালের ৫ মে সকালে পুলিশসহ ১১ জন মারা যান। অথচ অধিকারের ওয়েবসাইটে একই বছরের ১০ জুন ৬১ জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবদনে বিভিন্ন সময়ে নাশকতার পুরনো কিছু ছবিও যুক্ত করা হয়। এই প্রতিবেদনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে উস্কানি ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসামিরা ২০০৬ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অপরাধ সংঘটন করেছেন।  

বর্তমানে আদিলুর রহমান খান ও এ এস এম নাসির উদ্দীন এলান কারাগারে আছেন।

এআইএম/এমএইচএম