চাকরি ডেস্ক
০৩ জুন ২০২৫, ১০:২৭ এএম
ঈদ মানেই আনন্দ, বিশ্রাম আর প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। কিন্তু অনেকেই ছুটির সময় অফিসের বাকি কাজ, মেইল বা ক্লায়েন্টের টেক্সট নিয়ে চিন্তিত থাকেন। এতে ছুটির স্বাদ ম্লান হয়ে যায়। তাই ঈদের ছুটির আগে কিছু কৌশলী পদক্ষেপ নিয়ে কাজগুলো সঠিকভাবে গুছিয়ে ফেললে চাপমুক্তভাবে উপভোগ করা যায় ছুটির প্রতিটি মুহূর্ত।
ছুটি শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই প্রতিদিনের কাজগুলোর একটি তালিকা তৈরি করুন। কোন কাজগুলো ঈদের আগে শেষ করতে হবে, কোনগুলো ছুটির পর করা যাবে—সে অনুযায়ী অগ্রাধিকার ঠিক করুন। এতে শেষ মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়বে না।
যেসব কাজ ৩০ মিনিট বা তার কম সময়ে শেষ করা সম্ভব, সেগুলো একদিনেই সেরে ফেলুন। এতে সময়ও বাঁচবে, মানসিক চাপও কমবে।

ছুটির আগে টিমের সঙ্গে একটি সংক্ষিপ্ত মিটিং করে প্রতিটি দায়িত্ব ক্লিয়ার করে নিন। আপনি অনুপস্থিত থাকাকালীন কোনো জরুরি বিষয় কাকে দেখতে হবে, তাও ঠিক করে দিন।
আরও পড়ুন: চাকরিতে ঘন ঘন ছুটি নিলে কী হয়?
আপনার ছুটির সময়ে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে সেই বিষয়ে আগেই জানিয়ে দিন। অটো-রিপ্লাই ইমেইল সেট করুন যাতে প্রেরক বুঝতে পারে আপনি ছুটিতে আছেন এবং প্রয়োজনে কাকে যোগাযোগ করতে হবে।
যেসব কাজ সময়মতো শেষ করা সম্ভব নয়, সেগুলো অন্য সহকর্মীর হাতে তুলে দিন। প্রয়োজনীয় ফাইল, তথ্য বা ডকুমেন্টস শেয়ার করে দায়িত্ব হস্তান্তর করুন যেন আপনার ছুটির সময়েও কাজের গতি না থেমে যায়।

শেষ দিন অতিরিক্ত কাজ না রেখে হালকা ও সহজ কাজ রাখুন। অফিস থেকে স্বস্তিতে বিদায় নিতে পারলে ছুটির শুরুটাও হবে সুন্দর।
ছুটির সময় মানেই নিজের ও পরিবারের জন্য সময়। তাই কাজের বোঝা ছুটিতে টেনে নিয়ে না গিয়ে, আগেই পরিকল্পিতভাবে সব কাজ গুছিয়ে নিন। এতে কাজও ঠিক থাকবে, আবার ছুটিও উপভোগ করবেন দুশ্চিন্তামুক্তভাবে।
এজেড