images

আন্তর্জাতিক

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড-আকাশ ব্যবহার করতে দেবে না আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে তাদের আকাশসীমা, ভূখণ্ড এবং জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না।

সোমবার এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয় বলে জানিয়েছে দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। 

এতে বলা হয়েছে, ‘ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে এবং এই বিষয়ে কোনও লজিস্টিক সহায়তা না দেওয়ার সংযুক্ত আরব আমিরাত নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে’।

কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য জোর দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বর্তমান সংকট মোকাবিলায় সংলাপের পাশাপাশি উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রর্দশনই সবচেয়ে কার্যকর উপায়।’

প্রসঙ্গত, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের আরও কাছে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং বেশ কিছু যুদ্ধজাহাজ। এতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়াও যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশগুলোতে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

এদিকে আমিরাতের রাজধানী আবুধাবির কাছেই আল-ধাফরা বিমানঘাঁটিতে হাজার হাজার মার্কিন সৈন্য অবস্থান করছেন। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনার একটি আমিরাতের এই ঘাঁটি। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আল-ধাফরা বিমানঘাঁটি ইরানি সেনাবিাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে— এমন আশঙ্কা থেকেই আমিরাত এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। 

এরআগে সম্ভাব্য মার্কিন হামলার হুমকির মধ্যেই ইরানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। তেহরানের বিরুদ্ধে যেকোনো হামলায় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না বলে ইরানি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছে রিয়াদ। 

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেছেন, ‘সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে তাদের বিরুদ্ধে নেয়া কোনো সামরিক অভিযানের অংশ তারা হবে না এবং সে উদ্দেশে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।’

 সূত্র: গালফ নিউজ


এমএইচআর