ঢাকা মেইল ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ এএম
ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলমান বিক্ষোভের ১১তম দিনে বুধবার (৭ জানুয়ারি) ফার্স প্রদেশে বিক্ষোভকারীরা ভাস্কর্যটি ভাঙচুর করেন।
উল্লেখ্য, ২০২০ সালে ইরাকে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। তার হত্যাকাণ্ডের জেরে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
আরও পড়ুন: বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট
বুধবার রাতে ইরানে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলেও রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
বিক্ষোভের অংশ হিসেবে ইস্ফাহানে রাষ্ট্রীয় টেলিভিশন সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
সূত্র: রেডিও ফ্রি ইউরোপ