শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। একই সঙ্গে তিনি বিশ্ববাসীকে সতর্ক করেছেন যেন বিশ্বব্যবস্থা কোনো ‘দস্যুদের আস্তানা’য় পরিণত না হয়, যেখানে নীতিহীনরা যা খুশি তাই দখল করে নেবে।

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনার প্রতি ইঙ্গিত করে অস্বাভাবিক কঠোর ভাষায় জামার্নির প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্রের ওপর আগের যেকোনও সময়ের চেয়ে বড় আক্রমণ চলছে, যা আগে কখনো দেখা যায়নি।


বিজ্ঞাপন


জার্মান প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক হলেও, স্টেইনমায়ার বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং সক্রিয় রাজনীতিকদের তুলনায় দেশটিতে নিজের মতামত প্রকাশের স্বাধীনতা অনেক বেশি।

রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনকে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বর্ণনা করে জার্মান প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ দ্বিতীয় ঐতিহাসিক ভাঙ্গনের প্রতিনিধিত্ব করছে।

বুধবার গভীর রাতে এক সিম্পোজিয়ামে (সেমিনার) দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র, যারা এই বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছিল, তাদের মাধ্যমেই এখন মূল্যবোধের অবক্ষয় ঘটছে।’

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্বকে একটি দস্যুদের আস্তানায় পরিণত হওয়া থেকে রক্ষা করা- যেখানে চরম নীতিহীনরা তাদের ইচ্ছামতো যা খুশি কেড়ে নেবে এবং যেখানে কোনো অঞ্চল বা আস্ত দেশকে গুটিকয়েক বড় শক্তির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হবে।


বিজ্ঞাপন


এই হুমকিমূলক পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় পদক্ষেপ প্রয়োজন উল্লেখ করে স্টেইনমায়ার জোর দিয়ে বলেন,  ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোকে বিশ্বব্যবস্থা রক্ষায় একজোট হতে হবে। 

সূত্র: রয়টার্স

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর