images

আন্তর্জাতিক

ভারতকে ‘ছুঁড়ে ফেলে’ পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র! 

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এএম

ভারত-পাকিস্তান যুদ্ধের সময় গত মে মাসে পাকিস্তানের সামরিক বাহিনীর ইতিবাচক পারফরমেন্সের পর যুক্তরাষ্ট্র তাদের নীতিতে বড় পরিবর্তন এনেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস।

রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি বলেছে, যুক্তরাষ্ট্র এখন ‘ভারত প্রথম নীতি’ থেকে সরে গেছে। এর বদলে পাকিস্তানের দিকে ঝুঁকছে। ২০২৫ সালকে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের ‘বৈপ্লবিক’ পরিবর্তনের বছর হিসেবেও অভিহিত করেছে তারা।

সংবাদমাধ্যমটি বলেছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ‘ভারত প্রথম নীতি’ শেষ হয়ে গেছে। এর বদলে পাকিস্তান পাচ্ছে কৌশলগত গুরুত্ব।

তারা বলেছে, পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ‘অনির্ভরশীল মিত্র’ হিসেবে দেখত। কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে তার ক্রমপরিবর্তনশীল দক্ষিণ এশিয়া নীতির ক্ষেত্রে প্রধান দণ্ড হিসেবে দেখছেন।

গত এপ্রিলে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মে মাসে পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে টানা চারদিন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই যুদ্ধই পাকিস্তান সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভাবনাকে বদলে দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তারা বলেছে, পাকিস্তানের সেনাবাহিনীর শৃঙ্খলা, কৌশলগত লক্ষ্য ও সক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্প ও সিনিয়র মার্কিন কর্মকর্তাদের অবাক করেছে। আগে তাদের ধারণা ছিল, ভারত থেকে পাকিস্তানের সামরিক সক্ষমতা অনেক কম।

এমনকি ২০২৫ সালের শুরুতেও যুক্তরাষ্ট্র মনে করত পাকিস্তান কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে সন্দেহজনক এবং তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট।

কিন্তু বছরের শেষে পাকিস্তান যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসে দ্রুততম পরিবর্তনের মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক।

-এমএমএস