আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে মধ্যপ্রচ্যের এ দেশটিতে আকস্মিক বন্যা দেখা দেয়।
একই সঙ্গে প্রতিবেশী সৌদি আরব ও কাতারের কিছু অংশে অপ্রত্যাশিত তুষারপাত দেখা গেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্যা ডন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে সবচেয়ে ভারী বৃষ্টিপাতে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর কর্তৃপক্ষ ডজনখানেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত করতে বাধ্য হয়।
শুক্রবার দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স ১৩টি ফ্লাইট বাতিল করে। রাতভর ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে প্রতিবেশী শারজাহ'র বিমানবন্দরেও ফ্লাইট চলাচলে বিঘ্নের খবর পাওয়া গেছে।
জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি সরিয়ে নিতে ৩ শতাধিক পানি নিষ্কাশন পাম্প বসিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত, পার্কসহ অনেক পর্যটন কেন্দ্র। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ গৃহে অবস্থান করে কাজের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দুবাই এয়ারপোর্টসের এক মুখপাত্র বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়া হয়েছে।
গত বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে দুবাইয়ে ব্যাপক বন্যা দেখা দেয় এবং ২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এদিকে আরব নিউজ ও খালিজ টাইমসের তথ্যমতে, সৌদি আরব ও কাতারের বিভিন্ন অঞ্চলে বুধবার ও বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে তুষারপাত হয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাতারের বিস্তীর্ণ এলাকাও ইতোমধ্যে তুষারে ঢাকা পড়েছে এবং তারা সেই দৃশ্যের ভিডিও শেয়ার করেছে।
-এমএমএস