images

আন্তর্জাতিক

তাইওয়ানকে ১১০০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ চীন

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি তাইওয়ানকে দেওয়া যুক্তরাষ্ট্রের এযাবৎকালের সর্ববৃহৎ অস্ত্র সহায়তা, যার মধ্যে রয়েছে উন্নত রকেট লঞ্চারসহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে তাইওয়ানের কাছে দ্বিতীয় ধাপের অস্ত্র বিক্রি। তবে এই প্যাকেজটিকে এখন মার্কিন কংগ্রেসের অনুমোদন পেতে হবে।  চুক্তি যদি অনুমোদন পায়, তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময়ে হওয়া ১৯ দফা অস্ত্র বিক্রি, যার মূল মূল্য ৮.৩৮ বিলিয়ন ডলার, তার চেয়ে অনেক বেশি।

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছে, এই চুক্তি দ্বীপটিকে ‘দ্রুত শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে’ সহায়তা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত এই প্যাকেজের মধ্যে আছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস), হাউইটজার কামান, জেভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, আলটিয়াস লয়টারিং মিউনিশন ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ।

যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিশাল অংকের অস্ত্র সহায়তার এই ঘোষণা এমন এক সময়ে এল যখন চীনের দিক থেকে তাইওয়ানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ ক্রমশ বাড়ছিল। 

চীনের কড়া প্রতিক্রিয়া

চীন, যা স্বশাসিত তাইওয়ানকে বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং তাইওয়ানের অস্ত্র কেনায় ক্ষোভ প্রকাশ করে থাকে। বেইজিংয়ের দাবি, তাইওয়ানের অস্ত্র কেনার মাধ্যমে ‘তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা’ মারাত্মকভাবে ব্যাহত হয়।

বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘অস্ত্র দিয়ে তাইওয়ানের স্বাধীনতাকে সাহায্য করে যওপর আগুন ডেকে আনবে। চীনকে দমনের জন্য তাইওয়ানকে ব্যবহার করার চেষ্টা নিশ্চিতভাবেই ব্যর্থ হবে।’ 

এরআগে গত মাসেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছিল, নভেম্বরের আগের একটি চুক্তি, যেখানে ৩৩ কোটি ডলারের যুদ্ধবিমান ও অন্যান্য বিমান যন্ত্রাংশ বিক্রি করার কথা ছিল, সেটি ‘গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করেছে’।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র তাইওয়ানের শক্তিশালী মিত্র এবং দ্বীপটির সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। প্রথম মেয়াদে ট্রাম্প তাইওয়ানের কাছে মোট ১৮.৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিলেন—যার মধ্যে সবচেয়ে বড় প্যাকেজ ছিল ৮ বিলিয়ন ডলারের।

সূত্র: বিবিসি

এমএইচআর