তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আবহাওয়া বিষয়ক প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১.৬ কিলোমিটার নিচে।
আরও পড়ুন
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেইতে কিছুক্ষণের জন্য ভবনগুলো কেঁপে ওঠে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি তাইওয়ান। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। তার আগে
বিজ্ঞাপন
১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হন।
সূত্র: রয়টার্স
এমএইচআর

