images

আন্তর্জাতিক

দিল্লিতে সেনা কর্মকর্তা পরিচয়ে নারী চিকিৎসককে ধর্ষণ! 

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম

ভারতের আবারো নারী চিকিৎসককে ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার দেশটির রাজধানী দিল্লির সফদরজং হাসপাতালে কর্মরত এক নারী চিকিৎসকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্র্রেফতার করা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্তের নাম আরভ। তিনি দিল্লির ছত্রপুরের বাসিন্দা এবং ডেলিভারি পার্সন হিসেবে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভুক্তভোগী চিকিৎসকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। কয়েকদিন কথা বলার পর তারা দুজনে ফোন নম্বর বিনিময় করেন এবং হোয়াটসঅ্যাপে চ্যাট শুরু করেন।

ভুক্তভোগী চিকিৎসক জানান, কথোপকথন শুরু করার সময় আরভ নিজেকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট হিসেবে পরিচয় দেয় এবং বর্তমানে জম্মু-কাশ্মীরে নিযুক্ত রয়েছে বলে দাবি করে। এমনকী সেনাবাহিনীর ইউনিফর্ম পরে নিজের ছবিও পাঠিয়েছিল সে।

তিনি আরও অভিযোগ করেন, চলতি মাসের শুরুতে আরভ দাবি করে সে দিল্লিতে ভ্রমণ করছে এবং দেখা করতে আগ্রহী। পরে দিল্লির মসজিদ মোথ এলাকায় নিজের বাসায় আরভকে আমন্ত্রণ জানান তিনি। সেখানেই কথা বলার এক ফাঁকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল আরভ। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় আরভ।

গত ১৬ অক্টোবর এই ঘটনায় জ্ঞান ফিরে পেলে সফদরজং এনক্লেভ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। এরপরই ছত্তরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত আরভকে গ্রেফতার করে পুলিশ। 

জিজ্ঞাসাবাদের সময় আরভ জানায়, ওই চিকিৎসকের সঙ্গে প্রতারণা করার জন্য একটি দোকান থেকে সেনাবাহিনীর পোশাক কিনেছিল সে।

উল্লেখ্য, দিল্লিতে গত কয়েকদিনের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসককে ধর্ষণের দ্বিতীয় মর্মান্তিক ঘটনা এটি। গত ২৩ অক্টোবর দিল্লির সাতারায় একটি হোটেল থেকে এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার আগে নিজের হাতের তালুতে লেখা একটি সুইসাইড নোটে পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) তাকে গত পাঁচ মাসে চারবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করে গেছেন তিনি। 


সূত্র: এনডিটিভি


এমএইচআর