আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম
গাজায় ক্ষুধা ও অন্যান্য সংকটের অবসান ঘটাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আত্মসমর্পণ এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৩১ জুলাই) নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ মন্ত্রব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘গাজায় মানবিক সংকটের অবসান ঘটানোর দ্রুততম উপায় হল হামাসের আত্মসমর্পণ করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া!!!’
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের জন্য তার বিশেষ দূত স্টিভ উইটকফের গাজা ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার জন্য ইসরায়েলে পৌঁছেছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে কাতারের দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা অচলাবস্থার মধ্যেই শেষ হয়েছে। উভয় পক্ষই এই অচলাবস্থার জন্য একে অপরকে দোষারোপ করেছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর