বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনি কর্তৃপক্ষ, পিএলও কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনি কর্তৃপক্ষ, পিএলও কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে, প্রতিশ্রুতি পালন না করার এবং শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করার জন্য পিএলও ও পিএ-কে জবাবদিহিতার জন্য তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’  


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধবিরতি আলোচনা রক্ষার জন্য মার্কিন কর্মকর্তারা পৃথকভাবে চেষ্টা করার সময় এই সংস্থাগুলো শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে।’

পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, ‘এই দুটি ফিলিস্তিনি সংস্থা একদিকে যেমন ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো সংস্থাগুলোর মুখোমুখি করছে, অন্যদিকে তারা সন্ত্রাসবাদকে সমর্থন এবং তাদের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা পাবেন না। যদিও নির্দিষ্ট ব্যক্তির তালিকা দেয়নি মার্কিন পররাষ্ট্র দফতর।


বিজ্ঞাপন


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই ঘোষণা এমন এক সময় এলো যখন একের পর এক পশ্চিমা দেশ গাজায় যুদ্ধবিরতি আহ্বান ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দিয়ে যাচ্ছে।  

সূত্র: আলজাজিরা, রয়টার্স

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর