images

আন্তর্জাতিক

ভারতে এবার চলন্ত অ্যাম্বুলেন্সে তরুণীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ০৮:৪৫ পিএম

ভারতে দিন দিন ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। এবার দেশটি পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়,  গত বৃহস্পতিবার (২৪ জুলাই)  বিহারের বৌদ্ধগয়া থানা এলাকার বিএমপি-৩ প্যারেড গ্রাউন্ডে হোমগার্ড নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী এক তরুণী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই গণধর্ষণ করা হয় তাকে।

পুলিশ জানায়, প্রচন্ড গরমে ফিজিক্যাল টেস্ট চলাকালীনই অজ্ঞান হয়ে পড়েন ২৬ বছর বয়সি ওই তরুণী। সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে ওই তরুণীর অভিযোগ, চলন্ত অ্যাম্বুল্যান্সেই তাকে ধর্ষণ করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন। কমপক্ষে ৩-৪ জন ধর্ষণ করেছেন। 

আরও পড়ুন

ভারতে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ, দুই শিক্ষকসহ গ্রেফতার ৩

ভারতে যৌন হেনস্তার বিচার না পেয়ে গায়ে আগুন দেওয়া কলেজ ছাত্রীর মৃত্যু

তরুণীর অভিযোগের ভিত্তিতে বৌদ্ধগয়া পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। এরপরেই অ্যাম্বুল্যান্স চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেফতার করা করেছে পুলিশ। দুজনেই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সের রুটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ অভিযুক্তদের শনাক্ত করতে সহায়তা করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। গাড়িটির রুট এবং সময়সূচি খতিয়ে দেখছে পুলিশ। 

অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতে ধর্ষণের ঘটনা অতি মাত্রায় বেড়ে গেছে। কয়েক মাসে ধর্ষণকাণ্ডে শীর্ষস্থান রয়েছে ওড়িশা। সেখানে নারী সুরক্ষা একেবারে তলানিতে এসে ঠেকেছে। জুনের মাঝামাঝি থেকে ওড়িশা জুড়ে ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। তারমধ্যে কিছু আবার গণধর্ষণ। গত ২৮ জুন গঞ্জাম জেলায় এক দূর সম্পর্কের আত্মীয় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পৃথক একটি ঘটনায়, ময়ূরভঞ্জ জেলার একটি স্থানীয় মন্দির থেকে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার হন এক তরুণী। 


এমএইচআর