ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় একটি কলেজে শিক্ষকের যৌন হয়রানির বিচার না পেয়ে নিজের গায়ে আগুন দেওয়া ছাত্রী মারা গেছেন। ওই ছাত্রীর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
সোমবার (১৪ জুলাই) রাত ১১.৪৬ মিনিটে ওড়িশায় রাজধানী ভুবনেশ্বরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২০ বছর বয়সী ওই ছাত্রীর।
বিজ্ঞাপন
রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে বালেশ্বর জেলার ভোগোরাই গ্রামে তার দেহ সৎকার করা হয়েছে।
এরআগে গত শনিবার (১২ জুলাই) ওড়িশার বালাসোরে ফকির মোহন কলেজে নিজ বিভাগের শিক্ষকের যৌন হয়রানির বিচার না পেয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। এতে ওই ছাত্রীর শরীরের ৯৫ শতাংশ এবং তাকে বাঁচানোর চেষ্টা করা তার এক সহপাঠীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।
আরও পড়ুন
শেষ মুহূর্তে আটকে গেল ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১ জুলাই কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন বি.এড প্রোগ্রামের ভুক্তভোগী ওই ছাত্রী। তিনি অভিযোগ করেছিলেন, তার বিভাগীয় প্রধান সমীর কুমার সাহু তাকে বেশ কয়েকবার অনৈতিক প্রস্তাব দেন এবং তার কথা মতো না চললে ক্যারিয়ার নষ্ট করে দেবেন বলে হুমকিও দিয়েছিলেন।
সূত্র জানায়, সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে ভুক্তভোগী ছাত্রীকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার ভুক্তভোগী ছাত্রীসহ এবং আরও বেশ কয়েকজন ছাত্রী কলেজের গেটের বাইরে বিক্ষোভ শুরু করেন।
ভুক্তভোগীর সহপাঠীরা জানান, তিনি বিক্ষোভ থেকে হঠাৎ উঠে পড়েন এবং দৌড়ে অধ্যক্ষের অফিসের কাছের গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনে পুড়ে যাওয়া ওই ছাত্রী গায়ে আগুন নিয়ে কলেজের একটি করিডোরে দৌড়ে যাচ্ছেন। একজন লোক তাকে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু তার টি-শার্টে আগুন ধরে যাওয়ার পর সে পিছু হটতে বাধ্য হয়। পরে ছাত্রীটি করিডোর থেকে বের হয়ে আসে এবং অন্যান্য শিক্ষার্থীরা আগুন নেভানোর চেষ্টা করে।
রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ বলেছেন, শনিবারই অভিযুক্ত বিভাগীয় প্রধানকে গ্রেফতার করা হয়। তাকে আড়াল করার অভিযোগে প্রথমে কলেজের অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়, আর সোমবার তাকেও গ্রেফতার করে পুলিশ।
-এমএইচআর

