images

আন্তর্জাতিক

জর্ডান ও আমিরাত আকাশ থেকে ত্রাণ ফেলবে গাজায়

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ০৯:০৪ এএম

মধ্যপ্রাচ্যের দুই দেশ জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে। গত বছরও তারা এ ধরনের অভিযান পরিচালনা করেছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছে, ইসরায়েল শিগগিরই এ দুটি দেশকে বিমানের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেবে।

এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, শনিবারই জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে দিতে পারে।

গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জর্ডান, মিসর এবং ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে গাজায় কয়েক হাজার ত্রাণের প্যাকেট ফেলেছিল।

তবে ওই বছরের মার্চে আকাশ থেকে ফেলা এসব ত্রাণ মাথায় পড়ে গাজার পাঁচ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

ছোট ছোট প্যারাস্যুটে করে সাধারণ বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়। যেগুলো সমুদ্র অথবা খোলা স্থান লক্ষ্য করে ছোড়া হয়। তা সত্ত্বেও বাতাসের ধাক্কায় এগুলোর কিছু জনবহুল এলাকায় চলে যায়।

-এমএমএস