images

আন্তর্জাতিক

মাঝ-আকাশে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে বিমানে আগুন!

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ০৫:২০ পিএম

বিমানে যাত্রীদের মালপত্রের ভিতর ছিল একটি পাওয়ার ব্যাংক। আর তা থেকেই বিপত্তি! মাঝ-আকাশে আচমকা আগুন লেগে গেল যাত্রিবাহী বিমানের ভিতরে। 

সোমবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ‘ভার্জিন অস্ট্রেলিয়া’ সংস্থার একটি বিমানে ঘটনাটি ঘটেছে। বিমানকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি।

জানা গেছে, সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার ‘ভিএ১৫২৮’ বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশে রওনা দিয়েছিল। 

কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গলগল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। তড়িঘড়ি আগুন নেভাতে তৎপর হন বিমানকর্মীরা। 

জানা যায়, যাত্রীদের মালপত্রের ভিতর থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল। দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই। সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ। 

জরুরি পরিষেবা দলকেও ধন্যবাদ, যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে।

হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ম্যাট ককার বলেন, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। ধোঁয়ার কারণে এক ব্যক্তির শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাকে পরীক্ষা করে দেখেন। তবে আপাতত সবাই সুস্থ এবং অক্ষত আছেন।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (সিএএসএ) যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। 

যদি সত্যিই পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগে থাকে, তা হলে বিমানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে বিমান সংস্থাকে।

-এমএমএস