আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম
পাকিস্তানে সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এটি তার প্রথম পাকিস্তান সফর, আগামী শনিবার (২৬ জুলাই) তাকে বহনকারী বিমানটি ইসলামাবাদের বিমানবন্দরে অবতরণ করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
সোমবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের পর তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই সফরে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট।
তিনি বলেন, এশিয়ার দুই প্রতিবেশী দেশ ইরান এবং পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। এ বন্ধন যথেষ্ট মজবুত। সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতের পর তেহরান ও ইসলামাবাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
সম্প্রতি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির। ফোনালাপে পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন মোমেনি।
ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ইরানি মন্ত্রী বলেন, ‘এই কঠিন সময়ে আমরা পাকিস্তানের সরকার এবং জনগণের সঙ্গে আছি। ইরান বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।’
অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তানে তিন দিনের সরকারি সফর করেছিলেন। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর এক মাস আগে এই সফরের তিনি লাহোর এবং করাচিও পরিদর্শন করেছিলেন।
এমএইচআর