রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল’, দাবি ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৯:০৬ পিএম

শেয়ার করুন:

‘ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল’, দাবি ইরানের প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্টের মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। মার্কিন সংবাদকর্মী ও ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে ‘ইসরায়েল তাকে হত্যা করার চেষ্টা করেছিল— তিনি বিশ্বাস করেন কিনা?’ কার্লসনের এই প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, ‘হ্যাঁ, তারা চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজ করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’ 


বিজ্ঞাপন


সাক্ষাৎকারে পেজেশকিয়ান তাকে হত্যা প্রচেষ্টার তারিখ নির্দিষ্ট করে বলেননি, এমনকি গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় এটি ঘটেছিল কিনা তাও উল্লেখ করেননি।

ফার্সিতে দেওয়া সাক্ষাৎকারে ইংরেজি অনুবাদ অনুযায়ী, তিনি কীভাবে নিশ্চিত হন যে তার ওপর হামলা হতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই, আমার ওপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না... এটি ছিল ইসরায়েল।’

 


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আমি একটা মিটিংয়ে ছিলাম... তারা সেই এলাকায় বোমা হামলা করার চেষ্টা করেছিল, যেখানে আমরা সেই মিটিং করছিলাম। তবে আমাদের গুপ্তচরদের গোয়েন্দা তথ্যের জন্য ধন্যবাদ, তাদের আগাম সতর্কবার্তায় আমি রক্ষা পাই।’

ইরানের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে ‘কোন সমস্যা নেই’ উল্লেখ করে সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন, ‘আমরা আলোচনায় পুনরায় প্রবেশে কোনও সমস্যা দেখছি না, তবে আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি শর্ত আছে... যুক্তরাষ্ট্রকে আগে আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা কীভাবে আবার যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করব? দেখা যাবে আমরা আবার আলোচনায় শুরু করেছি এবং আলোচনার মাঝখানে ইসরায়েলি সরকারকে আবার আমাদের ওপর আক্রমণ করার অনুমতি দেওয়া হবে না- এর নিশ্চয়তা কে দেবে?’

সূত্র: টাইমস অব ইসরায়েল

-এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর