images

আন্তর্জাতিক

পাহাড় থেকে ছিটকে আসা পাথরের আঘাতে পুণ্যার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম

ভারতের কাশ্মীরে অমরনাথ যাত্রায় যাওয়ার পথে পাথর ছিটকে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিনজন। 

ভারী বৃষ্টি হচ্ছে জম্মু-কাশ্মীরে। তার সঙ্গে কোথাও কোথাও নামছে ধসও। সামগ্রিক পরিস্থিতি বিচার করে এবং পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সাময়িক ভাবে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে।

ভারতের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরেই কখনও মাঝারি, কখনও আবার ভারী বৃষ্টি হচ্ছে। বুধবার জম্মুর গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির কারণে ধস নামে। 

সেই সময় পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে লাগে এক পুণ্যার্থীর শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

ভূমিধসের কবলে পড়ে আহত হয়েছেন আরও তিন পুণ্যার্থী। তাদের উদ্ধার করে চিকিৎসা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভারী বৃষ্টির জেরে যাত্রাপথের কোথাও কোথাও পাহাড়ি রাস্তা বেয়ে হু হু করে পানি এবং কাদার স্রোত নেমে আসছে। 

এমনই পানি এবং কাদার স্রোতে পড়ে দুই পুণ্যার্থী ভেসে যাচ্ছিলেন বুধবার। তাদের উদ্ধার করেন অন্য পুণ্যার্থীরা। যাত্রাপথের যে সব জায়গায় ধস নেমেছে, সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে। যতক্ষণ না ওই রাস্তা পরিষ্কার হচ্ছে, ততক্ষণ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মূলত অমরনাথ যাত্রার দু’টি পথ। একটি নুনওয়াল-পেহেলগাঁও রুট। এই পথটি ৪৮ কিলোমিটার দীর্ঘ। আর একটি বালতাল রুট। এটি ১৪ কিলোমিটার দীর্ঘ। 

এই পথটি সংক্ষিপ্ত হলেও বেশ ঝুঁকিপূর্ণ এবং খাড়া। প্রসঙ্গত, গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে আগামী ৯ অগস্ট পর্যন্ত। এ বছরে এ পর্যন্ত দুই লাখ পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন। 

-এমএমএস