রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আসামে পাওয়া গেল হাইড্রোকার্বন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

আসামে পাওয়া গেল হাইড্রোকার্বন

আসামের ডিব্রুগড় জেলায় হাইড্রোকার্বনের সন্ধান পাওয়া গেছে বলে জানালেন ভারতীয় রাজ্যটির খোদ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। 

তার এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, অয়েল ইন্ডিয়া নামরূপ বোরহাট-১ কূপে হাইড্রোকার্বনের খোঁজ পেয়েছে। এই কূপে আসাম সরকারেরও অংশীদারি আছে। 


বিজ্ঞাপন


এটি শক্তি, নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতার নিরিখে বড় অগ্রগতি। হিমন্তের দাবি, এই প্রথম কোনও রাজ্যের সরকার সরাসরি খনিজ তেল উৎপাদনের সঙ্গে যুক্ত হল।

এতে রাজ্যের রাজস্ব বাড়বে। হাইড্রোকার্বন বিক্রি থেকে রাজ্যের প্রাপ্য অর্থও (রয়্যালটি) আয় বাড়াবে। আত্মনির্ভর হবে আসাম। দেশে জ্বালানির সরবরাহ সুনিশ্চিত হবে।

হাইড্রোকার্বনের উৎপাদন আসামের অর্থনীতিতে নতুন গতি আনবে বলে আশা বিশেষজ্ঞদের। 

তাদের মতে, এই আবিষ্কার উত্তর-পূর্ব ভারতের জ্বালানি ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে। অয়েল ইন্ডিয়া জানায়, খনন ও মূল্যায়নের কাজ চলছে। দ্রুত এই কূপ থেকে উৎপাদন শুরু হবে।


বিজ্ঞাপন


-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর