images

আন্তর্জাতিক

মিয়ানমারে উলফার ৪ ঘাঁটিতে ভারতের ড্রোন হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম

মিয়ানমারে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) চার ঘাঁটিতে ভারত ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমকে আনন্দবাজার।

সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আধিকারিক জানিয়েছেন, তাদের কাছে এ রকম কোনও তথ্য নেই।

আরও পড়ুন

উলফা (আই) দাবি করেছে, রোববার সকালে তাদের ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ভারতীয় সেনা। অন্তত ১০০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। এতে তাদের এক শীর্ষনেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৯ জন।

অসমর্থিত সূত্রের দাবি, নিহত নেতার নাম লেফটেন্যান্ট জেনারেল নয়ন আসম। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি উলফা।

এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো একই কথা জানিয়েছে ভারতীয় সেনা। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত পিটিআইকে বলেন, ‘এ রকম কোনও অপারেশনের তথ্য ভারতীয় সেনার কাছে নেই।’

এমএইচটি