রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় নিহত ২৩

মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে দেশটির সামরিক জান্তার বিমান হামলায় চার শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। 

সাগাইং ডিস্ট্রিক্ট পিপলস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হ্লাইং বাওয়া জানান, শুক্রবার মধ্যরাতে লিন টালু গ্রামের মঠটিতে হামলা চালানো হয়, যেখানে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করছিলেন। বিমান হামলায় মঠের হলরুমে আঘাত হানে।


বিজ্ঞাপন


হ্লাইং বাওয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সেনাবাহিনী এবং বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে বাস্তুচ্যুত প্রায় ২০০ জন মানুষ মঠটিতে আশ্রয় নিয়েছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জান্তা বিরোধী যোদ্ধা জানিয়েছেন, শুক্রবার ভোররাত ১টার দিকে লিন তা লু গ্রামে। সেখানে আশ্রয় নেওয়ারা ভেবেছিলেন বৌদ্ধ মঠে থাকা নিরাপদ, তবে সেখানেও তাদের ওপর বোমাবর্ষণ করা হয়েছে।

একজন স্থানীয় বাসিন্দাও মঠে হামলার ঘটনা নিশ্চিত করে জানান, মঠের হল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, বিমান হামলার পর শুক্রবার ভোরে তিনি কিছু মরদেহ গাড়িতে বোঝাই করে একটি কবরস্থানে নিয়ে যেতে দেখেছেন।

এ বিষেয়ে মন্তব্যের জন্য জান্তার একজন মুখপাত্র অনুরোধে সাড়া দেননি।

প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত এবং মধ্য সাগাইং অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গ্রামগুলোকে ধ্বংস করেছে। গত মে মাসেও সাগাইংয়ের ওয়ে থেইন কুইন গ্রামের একটি স্কুলে জান্তার বিমান হামলায় দুই শিক্ষকসহ ২০ জন নিহত হন।

সূত্র: রয়টার্স, এএফপি

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর