images

আন্তর্জাতিক

ইতালিতে বিমানের ইঞ্জিনে কাটা পড়ে প্রাণ গেল কর্মীর

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম

ইতালির মিলান বার্গামো বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বিমানবন্দরে একজন গ্রাউন্ড স্টাফ ছিলেন।

মঙ্গলবার (০৮ জুলাই) সকালে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে ভোলোটিয়া এয়ালাইন্সের স্পেনের আস্তুরিয়াসগামী একটি এয়ারবাস এ৩১৯ বিমানের উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই লোকটি বিমানের ইঞ্জিনে আটকে যায়, যার ফলে তার মৃত্যু হয়।

ভোলোটিয়া এয়ালাইন্স জানিয়েছে, বিমানটিতে মোট ১৫৪ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে দুইজন পাইলট এবং চারজন কেবিন ক্রু ছিলেন। তবে এ ঘটনায় যাত্রী বা ক্রুদের কোনো ক্ষতি হয়নি। তাদের অন্য একটি ফ্লাইটে স্পেনে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন

ভারতে আটকে পড়া সেই ‘এফ-৩৫’ কার্গো বিমানে সরিয়ে নেবে যুক্তরাজ্য

অস্ট্রেলিয়ায় বিমানে মিলল সাপ, দুই ঘণ্টা ফ্লাইট বিলম্বিত

এদিকে মারাত্মক দুর্ঘটনার পর সকাল ১০টা ২০ মিনিটে ওরিও আল সেরিও বিমানবন্দরের (যা মিলানো বার্গামো নামেও পরিচিত) কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

বিমানবন্দর অপারেটর সাকবো জানিয়েছে, এ ঘটনার ফলে ১৫টি ফ্লাইটের রুট পরিবর্তন এবং আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ এ দুর্ঘটনার কারণগুলো জানতে তদন্ত শুরু করছে।

সূত্র: এনডিটিভি


-এমএইচআর