শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ায় বিমানে মিলল সাপ, দুই ঘণ্টা ফ্লাইট বিলম্বিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ায় বিমানে মিলল সাপ, দুই ঘণ্টা ফ্লাইট বিলম্বিত

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের কার্গো হোল্ডে একটি সাপ পাওয়ার ঘটনায় বিমানটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভ্যন্তরীণ ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (০১ জুলাই) ব্রিসবেনগামী ‘ভার্জিন অস্ট্রেলিয়া’র ফ্লাইট ভিএ৩৩৭-এ যাত্রীরা ওঠার সময় সাপটি পাওয়া যায়। পরে সাপ ধরায় অভিজ্ঞকে ডাকা হলে তিনি সাপটি খুঁজে বের করেন। পরে প্রায় দুই ঘন্টা বিলম্বের পর ফ্লাইটটি ছেড়ে যায়। 


বিজ্ঞাপন


সাপ ধরায় অভিজ্ঞ মার্ক পেলে জানিয়েছেন, সাপটি ৬০ সেন্টিমিটার (২ ফুট) লম্বা একটি বিষহীন ‘গ্রিন ট্রি স্নেক’। 

পেলে বলেন, ‘অন্ধকার কার্গো হোল্ডে সাপটির কাছে যাওয়ার সময় ধারণা করা হচ্ছিল এটি বিষাক্ত প্রজাতির সাপ হতে পারে। তবে ধরার পর বুঝা যায়, এটি বিষাক্ত নয়। এর আগ পর্যন্ত এটিকে খুবই বিপজ্জনক মনে হচ্ছিল।’

তিনি আরও বলেন, যেহেতু সাপটি ব্রিসবেন অঞ্চলের স্থানীয় প্রজাতির, তাই তার ধারণা এটি কোনো যাত্রীর লাগেজে করেই বিমানের ভেতরে এসেছিল।  


বিজ্ঞাপন


উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ বিষাক্ত সাপের আবাসস্থল অস্ট্রেলিয়া। বিশেষ করে, ইনল্যান্ড তাইপান, ইস্টার্ন ব্রাউন স্নেক এবং টাইগার স্নেকের মতো ভয়াবহ বিষাক্ত সাপের দেখা মেলে দেশটিতে। 


সূত্র: এপি

-এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর