আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম
আগামী সপ্তাহের যেকোনো সময়ে গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন— হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা আশা করি এটি (যুদ্ধবিরতি) ঘটতে যাচ্ছে এবং এটি আগামী সপ্তাহের যেকোনো সময় ঘটবে।’
মঙ্গলবার (০১ জুলাই) ফ্লোরিডায় একটি অস্থায়ী অভিবাসী আটক কেন্দ্র উদ্বোধনের জন্য হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।
আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান নিয়ে আলোচনা হবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (নেতানিয়াহু) এখানে আসছেন। আমরা অনেক কিছু নিয়ে কথা বলব। আমরা ইরানে আমাদের দুর্দান্ত সাফল্য নিয়ে কথা বলব... আমরা গাজা নিয়েও কথা বলব।’
এর আগে মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই বিষয়টি নিশ্চিত করলেন ট্রাম্প।
মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু আরও জানান, সফরে ট্রাম্প ছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং দেশটির শীর্ষ আইনপ্রণেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু আগামী শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন এবং সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এরআগে বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে দারুণ অগ্রগতি হচ্ছে। এই হামলার (ইরানে) ফলে, আমার মনে হয় আমরা খুব ভালো কিছু খবর পাবো।’
বেশ কয়েকমাস ধরেই গাজায় একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কিন্তু ইরানে মার্কিন হামলা প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে বলে দাবি করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘এটি অনেক শক্তি প্রদর্শন করেছে। আমি মনে করি এটি (ইরানে হামলা) সাহায্য করেছে ..., যদিও এর আগেও আমরা গাজা নিয়ে একটি চুক্তি করার খুব কাছাকাছি ছিলাম।’
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ফলে গাজায় আটক ইসরায়েলি বন্দীরা মুক্তি পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এটি কিছুটা সাহায্য করেছে।’
সূত্র: আনাদোলু
-এমএইচআর