images

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির কৃতিত্ব বি-২ বিমানের পাইলটদের: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০২৫, ০৫:০৫ পিএম

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার কৃতিত্ব ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো বি-২ বোমারু বিমানের পাইলটদের বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘আমাদের বি-২ বোমারু বিমানের পাইলটদের এবং সেই অভিযানের সঙ্গে যুক্ত সকলের প্রতিভা-সাহস ছাড়া আমরা আজকের “চুক্তি” করতে পারতাম না।’

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটি নির্দিষ্ট এবং অত্যন্ত বিদ্রূপাত্মক উপায়ে সন্ধ্যার শেষের দিকে সেই নিখুঁত “আঘাত” সব পক্ষকে একত্রে বৈঠকে বসায় এবং চুক্তিটি সম্পন্ন হয়।’

আরও পড়ুন

পারমাণবিক কর্মসূচি ফের চালু করছে ইরান

ইসরায়েলের দর্পচূর্ণ করল ইরান

গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র— ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে সফলভাবে হামলা চালিয়েছে। তিনি জানান, হামলার পর যুক্তরাষ্ট্রের সব বিমান ইরানের আকাশসীমা থেকে নিরাপদে ফিরে গেছে।

তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে পুরোপুরি একমত হয়নি ইরান। দেশটি হামলার সত্যতা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি সীমিত এবং নিয়ন্ত্রিত বলে দাবি করছে। ইরানি কর্তৃপক্ষ জানায়, ফোরদো পারমাণবিক স্থাপনাটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় ধরনের কোনো তেজস্ক্রিয় বিপদের আশঙ্কা নেই।

এদিকে সোমবার সন্ধ্যায় কাতারে মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলা চালানো হয়, কিন্তু এতে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তী এদিন রাতেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। 

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে লঙ্ঘন করবেন না।’ 

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, কাতার এই চুক্তিতে মধ্যস্থতা করেছে।

সূত্র: আনাদোলু


এমএইচআর